audio
audioduration (s)
0
346
transcription
stringlengths
1
2.9k
এক প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদী আগামীকাল দ্বিতীয়বারের জন্য শপথ গ্রহণ করবেন
বাইট মমতা ব্যানার্জী
উল্লেখ্য নরেন্দ্র মােদি আগামীকা সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে প্রস্তাবিত এক অনুষ্ঠানে দ্বিতীয় বারের জন্যে দেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন
বিজেপি নেতা মুকুল রায়ের পুত্র তৃণমূল কংগ্রেস বিধায়ক শুভ্রাংশু রায় সহ তিন বিধায়ক এবং বেশ কয়েকজন কাউন্সিলার বিজেপিতে যােগ দিয়েছেন
নতুন দিল্লিতে বিজেপির সদর দফতরে দলের সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায়ের উপস্থিতিতে শুভ্রাংশু ছাড়াও বিষ্ণুপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্য ও সি পি আই এমএর হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্রনাথ রায় বিজেপিতে যােগ দেন
তাঁদের সঙ্গে উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন পুরসভার বেশ কযেকজন কাউন্সিলর ওই দলে যােগ দিয়েছেন
এই উত্তর পুরসভার চব্বিশ চৌত্রিশ পরগনার জন ভাটপাড়া কাউন্সিলরের পুরসভা মধ্যে বিজেপির গতকাল দখলে আরও গেল আট জন তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যােগ দেওযায় তিন বিজেপির সদস্যসংখ্যা বেড়ে হয় ঊনিশ এরফলে ওই পুরসভা তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হল
এদিকে বেশকিছু কাউন্সিলর দল বদল করায় উত্তর চব্বিশ পরগনার কাঁচরাপাড়া হালিশহর নৈহাটী তিন গারুলিয়া এবং উত্তর ব্যারাকপুর পুরসভার দখল নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে
উল্লেখ্য এই পাঁচ পুরসভার ষাট থেকে সত্তর জন কাউন্সিলর বিজেপিতে যােগ দিতে দিল্লি গেছেন বলে জানা গেছে
ভাটপাড়া পুরসভার আরও চার তৃণমূল কংগ্রেস কাউন্সিলর গত রাতে বিজেপিতে যােগ দিয়েছেন
এনিয়ে মােট তেইশ জন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর বিজেপিতে যােগ দিলেন
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এই শপথগ্রহণ অনুষ্ঠানে যােগ দেবেন
পশ্চিমবঙ্গের আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি দুইতৃতীয়াংশেরও বেশি সংখ্যাগরিষ্ঠতার লক্ষ্য নিয়ে কাজ করবে বলে দলের এরাজ্যের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয় জানিয়েছেন
লােকসভা নির্বাচনে এরাজ্যে বিজেপির দারুণ সাফল্যের পর দল পূর্ণ উদ্যমে সংগঠনের কাজে ঝাপিয়ে পড়বে বলে তিনি মন্তব্য করেন
বিজেপি এখন থেকেই এরাজ্যে বিধানসভা নির্বাচনের প্রস্তুতির পরিকল্পনা করছে
কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে দলের জাতীয় সম্পাদক রাহুল সিনহা দাবি করেন দুই হাজার একুশ সালের আগেই রাজ্যে বিধানসভা নির্বাচন হবে
রাজ্যে বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে তৃণমূল কংগ্রেসের পতন অনিবার্য এদিকে কলকাতা উত্তর লােকসভা কেন্দ্রের আওতায় এন্টালি বিধানসভা কেন্দ্রের তিনটি বুথের প্রিসাইডিং অফিসার ও অন্যান্য ভােট কর্মীদের বিরুদ্ধে বিজেপি আদালতের দ্বারসহ হচ্ছে
ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রী সিংহার শাসক দলকে সুবিধা করে দিতে এই তিনটি বুথে সিসিটিভির ক্যামেরা অন্যদিকে ঘুরিয়ে রাখা হয়েছিল
বিজেপি বিদ্যাসাগর কলেজে মূর্তি ভাঙার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে
রাহুল সিনহা অভিযােগ করেন৩ ঘটনার দিনে অমিত শাহের রােড শােযে মানুষের ভীড় দেখে ভয় পেয়ে রাজ্যের শাসক দল মূর্তি ভাঙার পূর্ব পরিকল্পনা করেছিল
রাজ্য সরকার স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে যে কমিটি গঠন করেছে শ্রী সিনহা ধামাচাপার কমিটি বলে কটাক্ষ করেন
তিনি বলেন তিন এর আগেও সারদা ও নারদা কান্ডের তদন্তে রাজ্য সরকার সিট গঠন করে ঘটনাকে আড়াল করার চেষ্টা করেছিল
দুই এরাজ্যের তিন বিধায়ক এবং বিভিন্ন পুরসভার অনেক কাউন্সিলর গতকাল নতুন দিল্লিতে বিজেপিতে যােগ দিয়েছেন
লােকসভা ভােটে এরাজ্যে অভূতপূর্ব ধর্মীয় মেরুকরণ হয়েছে বলে কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচাৰ্য মন্তব্য করেছেন
কলকাতায় গতকাল সাংবাদিকদের তিনি বলেন বিভিন্ন ক্ষেত্রে রাজ্য সরকারের ব্যর্থতার প্রেক্ষিতে প্রেক্ষিতে মানুষ মেরুকরনকেই বেছে নিয়েছেন যা এ রাজ্যে আগে কোন নির্বাচনে দেখা যায়নি
মালদা দক্ষিণ ও বহরমপুর লােকসভা আসনে কংগ্রেসকে সমর্থনের জন্য তিনি সিপিআইএমকে ধন্যবাদ ধন্যবাদ জানান
রাজ্যে ধর্মীয় মেরুকরণ রুখতে আগামীদিনে পুনরায় বামেদের সঙ্গে তারা কোনরকম জোট বা সমঝােতা করবে কিনা তা নিয়েও আলােচনা হবে বলে প্রদীপ বাবু জানান
এদিকে কংগ্রেস নতুন রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে সৌরভ দাসের নিযুক্তির বিরােধিতা করেছে
প্রদীপ বাবু বলেন তিনি পঞ্চায়েত সচিব থাকার সময় যেভাবে পঞ্চায়েত ভােটে গণতন্ত্র লুণ্ঠিত হয়েছে তার উপর তারা আস্থা রাখতে পারছেন না
রাজ্য সরকার মন্ত্রিসভায় বেশ কিছু রদবদল করতে চলছে
মুখ্যমন্ত্রী গতকাল বলেন সুব্রত মুখােপাধ্যায়কে পঞ্চায়েত দপ্তরের সঙ্গে পশ্চিমাঞ্চল দপ্তরের দায়িত্ব দেওয়া হচ্ছে
এছাড়াও শুভেন্দু অধিকারীকে পরিবহনের পাশাপাশি সেচ ও জলসম্পদ দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে
রাজীব বন্দ্যোপাধ্যায়কে অনগ্রসর শ্রেণী কল্যানের পাশাপাশি আদিবাসী কল্যান দপ্তর ব্রাত্য বসুকে বিজ্ঞান ও প্রযুক্তি এবং বন দপ্তর সুজিত বসুকে দমকলের পাশাপাশি বন দপ্তরের প্রতিমন্ত্রী সৌমেন মহাপাত্রকে জনস্বাস্থ্য কারিগরী ও পরিবেশ মলয় ঘটককে আইন ও বিচার চন্দ্রিমা ভট্টাচার্যকে স্বাস্থ্য দপ্তরের পাশাপাশি আবাসন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে
তিন রাজ্যের আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি দুই তৃতীয়াংশেরও বেশি সংখ্যা গরিষ্ঠতার লক্ষ্য নিয়ে কাজে নামছে
এছাড়া বিন বর্মন ও শান্তিরাম মাহাতকে দপ্তর বিহীন মন্ত্রী রাখা হয়েছে
উল্লেখ্য বিন্য বর্মন ও শান্তিরাম মাহাত এর আগে যথাক্রমে বন ও পশ্চিমাঞ্চল দপ্তরের দায়িত্বে ছিলেন
রাজ্য প্রশাসনিক আধিকারিকদের পরিবর্তনের পর পুলিশ প্রশাসনেও ব্যাপক রদবদল করা হয়েছে
ডাঃ রাজেশ কুমার সিংকে আই জি প্রেসিডেন্সি রেঞ্জ থেকে আই জি পি কোস্টাল সিকিউরিটি করা হয়েছে
বিশাল গর্গকে করা হয়েছে আই জি প্রেসেডেন্সি রেঞ্জ
ভরতলাল মীনাকে করা হযেছে বিধাননগরের পুলিশ কমিশনার
ডঃ তন্ময় রায় চৌধুরি হযেছেন হাওড়ার পুলিশ কমিশনার
নিশাদ পারভেজ ডিআইজিসিআইডি পদে কাজ চালিয়ে যাবেন
হাওড়া গ্রামীণের পুলিশ সুপার গৌরব শর্মাকে শিলিগুড়ির পুলিশ কমিশনার করা হয়েছে জলপাইগুড়ি রেঞ্জের ডি আই জি হযেছেন কল্যাণ মুখােপাধ্যায় অর্নব ঘােষকে করা হয়েছে
সি
চার রাজ্যের পুলিশ প্রশাসনে ব্যাপক রদবদল করা হয়েছে
সি আই আই ডির স্পেশাল সুপারিনটেন্ডেন্ট
প্রসূন বন্দ্যোপাধ্যায়কে দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার করা হয়েছে
পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার আলােক রাজোরিকে মালদার পুলিশ সুপার করা হয়েছে আলিপুরদুয়ারের এস জি হয়েছেন নগেন্দ্রনাথ ত্রিপাঠী
সুখেন্দু হীরা হযেছেন হুগলী গ্রামীনের পুলিশ সুপার
কালিম্পংএর এস পি হয়েছেন অমিতাভ মাইতি
জলপাইগুড়ির পুলিশ সুপার হযেছেন তথাগত বসু
পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার হযেছেন দীনেশ কুমার
বহু কোটি টাকার সারদা কেলেঙ্কারি মামলায় রাজ্য সরকার গঠিত বিশেষ তদন্তকারী দলের আধিকারিক ও বিধাননগরের তত্কালীন গােয়েন্দা প্রধান অর্নব ঘােষকে সি বি আই সমন পাঠিয়েছে
একই সঙ্গে সারদা কান্ডের তদন্তকারী অফিসার দিলীপ হাজরাকেও আজ সল্টলেকের সি জি ও কমপ্লেক্সে সি বি আইএর দফতরে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানাে হয়েছে
কলকাতার প্রাক্তন পুলিশ কমিশননার এবং এ ডি জি সি আই ডি রাজীব কুমার সারদা চিটফান্ড কেলেঙ্কারি মামলায় সি বি আইএর জেরার সামনে হাজির না হওয়ায় সি বি আই গতকাল তাঁর অফিসে কিছু নথিপত্র পাঠিয়েছে
পাঁচ সারদা কেলেঙ্কারী মামলায় রাজ্য সরকার গঠিত র সদস্য অর্নব ঘােষ এবং দিলীপ হাজরাকে সিবিআই আজ জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে
ভবানীভবনে সি আই ডির দফতরে সি বি আইএর আধিকারিকরা কিছু নথিপত্র পেশ করেন
তবে এটা সমন ন্য বলে এক আধিকারিক জানিয়েছেন
রাজীব কুমারকে নতুন করে সমন পাঠানাে হয়েছে এ খবরও তিনি অস্বীকার করেছেন বিভিন্ন মন্ত্রকের অভিযােগ ও সমালােচনার জেরে শিক্ষা দপ্তর রাজ্যের সরকার ও সরকার সরকার পােষিত পােষিত বিদ্যালয়গুলিতে গ্রীষ্মের অতিরিক্ত ছুটির মেদ কমানাের সিদ্ধান্ত নিয়েছে
শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গতকাল দফতরের আধিকারিক সচিব প্রাথমিক মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতিদের সঙ্গে বিকাশ ভবনে দীর্ঘক্ষন পর্যালােচনা বৈঠক করেন
সেখানেই ছুটির মেয়াদের সম্যসীমা ত্রিশ জুন থেকে কমিযে আট জুন করা হয়েছে দশ জুন থেকে স্কুলগুলিতে নিয়মিত পঠনপাঠন শুরু হবে
রাজ্য সরকার আসন্ন উতসবের মরসুমে সরকারী ও সরকার পােষিত সংস্থায় কর্মদের জন্যে অ্যাড হক বােনাস ঘােষনা করেছে
যে সব কর্মচারীর মাসিক বেতন দশ হাজার থেকে ত্রিশ হাজার টাকার মধ্যে তাদের এককালীন চার হাজার টাকা করে বােনাস দেওয়া হবে
অন্যদিকে যাদের বেতন ত্রিশ হাজার থেকে ছত্রিশ হাজার টাকার মধ্যে তাদের সুদ ছাড়া আট হাজার টাকা অগ্রিম দেওয়া হবে
উল্লেখ্য গতবার বােনাসের হার ছিল তিন হাজার আট শো টাকা
বেশি বেতনের কর্মীদের ছহাজার টাকা অগ্রিম দেওয়া হয়েছিল
ছয় রাজ্য সরকার স্কুলগুলিতে গরমের অতিরিক্ত ছুটির সময়সীমা কমিয়ে দিয়েছে
কলকাতা পুরসভা শহরের রাস্তার ধারের খাবারের গুণমান নিয়ে করা সমীক্ষার প্রথম রিপাের্ট প্রকাশ করেছে
পুরভবনে গতকাল ডেপুটি মেয়র অতীন ঘােষ এই রিপাের্ট প্রকাশ করে বলেন উত্তর কলকাতার হাতিবাগান থেকে শ্যামবাজার ও দক্ষিণ কলকাতার কালীঘাট থেকে হাজরা মােড় পর্যন্ত রাস্তার খাবার সবচেয়ে বেশি খাদ্য উপযােগী ও স্বাস্থ্যের দিক থেকে নিরাপদ
এছাড়া কালীঘাট মেট্রো স্টেশন থেকে থেকে হাজরা মােড় এবং যাদবপুর অঞ্চলের খাবার এবং চিপুর মসজিদ নিউ মার্কেট এবং গড়িয়াহাট এলাকার খাবারও উতকৃষ্ট
তবে লাউডন স্ট্রিট টি মির্জা জায়গার গালিব স্ট্রিট খাবার রিপন অত্যন্ত স্ট্রিট কাঁকুলি নিম্নমানের রােড বলে সহ সমীক্ষায় শহরের আঠার উঠে এসেছে
এই অঞ্চলগুলিতে খাবারের গুণমান ভালাে করতে বিশেষ নজর দেওয়া হবে
উত্তর চব্বিশ পরগনার বাগদার নেতাজী পল্লী মুখােমুখি সংঘর্ষে সুস্মিতা কর্মকার নামে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে
সে বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী
তার বােন মৌমিতাও এই দুর্ঘটনায় জখম হয়েছেন
রাজনৈতিক ও সাংবিধানিক সৌজন্য মেনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদির শপথ গ্রহন অনুষ্ঠানে যােগ দেবেন বলে জানিয়েছেন
গত সন্ধ্যায় নবান্ন থেকে বেরনাের সময় তিনি সাংবাদিকদের বলেন শপথ গ্রহন অনুষ্ঠানে যােগ দেওয়ার জন্যে দিল্লি থেকে মঙ্গলবারই তাঁর কাছে আমন্ত্রন পত্র এসে পৌঁছেছে
এক গঙ্গাসাগরে মকর সংক্রান্তির শাহি স্নান চলছে
এপর্যন্ত প্রায় ছত্রিশ লক্ষ বেশি পুণ্যার্থী স্নান করে পুজো দিয়েছেন
গত মধ্যরাত ১টা চব্বিশ মিনিট থেকে শাহী স্নান পর্ব শুরু হয়েছে
কনে ঠান্ডা ও ঘন কুয়াশার মধ্যে কঠোর নিরাপত্তায় পুণ্যার্থীরা স্নান সেরে কপিল মুনির মন্দিরে পুজো দিচ্ছেন
আর কিছুক্ষণ পর সকাল ৮টা ২৪এ মাহেন্দ্রক্ষণে স্নানের জন্য সাগরমেলা জমজমাট
ঘন কুয়াশায় ফেরি চলাচল ব্যহত হচ্ছে
আমাদের প্রতিনিধির এক প্রতিবেদন সুমন গঙ্গাসাগরে আসা পুণ্যার্থীদের সহায়তায় দক্ষিণ চব্বিশ পরগণা জেলা প্রশাসন মােবাইল অ্যাপ এবং বিশেষ সফটওয়ারের পাশাপাশি কোড দেওয়া রিস্ট ব্যান্ড ব্যবহার করছে
জেলাশাসক পি উলগানাথন জানিয়েছেন আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে ভিড় সামাল দেওয়া এবং হারিয়ে যাওয়া মানুষদের খুঁজে বার করতে ওই রিস্ট ব্যান্ড ব্যবহার করা হছে
পরিচয় নামে এধরনের প্রায় দুলক্ষ রিস্ট ব্যান্ড শিশু ও বয়স্ক তীর্থযাত্রীদের বিনামূল্যে দেওয়া হয়েছে
ওই ব্যান্ডে তাদের নাম ঠিকানা এবং পরিবারের সদস্যদের মােবাইল নম্বর থাকায় হারিয়ে যাওয়া মানুষদের খুঁজে পাওয়া সহজ হবে
বীরভূমের কেন্দুলীতে অজয় নদীর তীরে জয়দেব মেলা শুরু হয়েছে
লক্ষ লক্ষ পুণ্যার্থী স্নান করে ইতিমধ্যেই ফিরে গেছেন
মকরের স্নান সেরে দেশ বিদেশের বাউলরা মেতে উঠেছেন গানের সুর
আখরাগুলিতেও উপচে পড়া ভিড়
মসমন্ত্রী চন্দ্রনাথ সিংহ গতকাল সরকারিভাবে এই মেলার উদ্বোধন করেন
স্থানীয় সাংসদ অসিত মাল উপস্থিত ছিলেন
এবছর জয়দেব মেলায় ব্যাপক ভিড় হতে পারে বলে পুলিশ প্রশাসন কড়া নজরদারির ব্যবস্থা করেছে বলে পুলিশ সুপার শ্যাম সিং জানিয়েছেন
পুরুলিয়া বাঁকুড়া বীরভূমসহ রাঢ়বঙ্গের বিভিন্ন জেলায় পালিত হচ্ছে টুসু পরব
পশ্চিমী ঝঞার কারণে বাতাস কিছুটা শ্লথ হওয়ায় আজ আগামীকাল কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে
আবহাওয়া দপ্তরের উপমহানির্দেশক ডঃ সঞ্জীব বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানিয়েছেন বাইট কেন্দ্রের অর্থনৈতিক পরিকাঠামাে দেশকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে বলে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র অভিযােগ করেছেন
নবান্নে গতকাল বিভিন্ন বণিকসভার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর তিনি অভিযােগ করেন বর্তমান অর্থনৈতিক অবস্থায় বণিকসভাগুলি উদ্বিগ্ন
বেকারত্ব বৃদ্ধি এবং র হার কমে যাওয়ায় সংশ্লিষ্ট সবাই চিহ্নিত বলে শ্রী মিত্র মন্তব্য করেন
সকাল ৮টা ২৪এ মাহেন্দ্রক্ষণের স্নানের জন্য গঙ্গাসাগর এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে
README.md exists but content is empty.
Downloads last month
6,843

Models trained or fine-tuned on amithm3/shrutilipi